শহীদদের স্মরণে চাটখিলে ‘শহীদি মার্চ’ পালিত
মো. মনির হোসেন সোহেল, চাটখিল (নোয়াখালী)
🕐 ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৫, ২০২৪
নোয়াখালীর চাটখিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করা হয়।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের নির্দেশনায় শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার ছাত্র-জনতা। আরও উপস্থিত ছিলেন- তায়েফ হোসেন, মেহেদী হাসান আরাফাত, আণিকা বুশরা শম্পা, তারপিনা শাহনাজ রজব, মমতা সালিশ মোহাম্মদ রেদওয়ান, আব্দুর রহমান নিশাদ, বাইজিদ হোসেন ও রাকিব হোসেন।
এছাড়া সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নিহত বীর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়।