ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেলো শিশুর

ফেনী প্রতিনিধি
🕐 ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেলো শিশুর

ফেনীতে ত্রাণের বিরিয়ানি সংগ্রহ করতে গিয়ে ট্রাকের চাপায় জাফর ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরের দিকে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাফর দাগনভূঞা উপজেলার সিলোনিয়ার উত্তর আলমপুর গ্রামের সুতা ব্যাপারী বাড়ির বাসিন্দা ও ইজিবাইক চালক হুমায়ুন আহমেদের ছেলে।

নিহত জাফর ইসলামের মা বলেন, আজকে দুপুর বেলায় সিলোনিয়া বাজার সংলগ্ন আশ্রয়কেন্দ্র থেকে আমার ছেলে বিরিয়ানির প্যাকেট আনতে গিয়ে ট্রাকের চাপা পড়ে। জাফর আমার একমাত্র সন্তান, বিয়ের অনেক বছর পর জাফরের জন্ম হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি চাপা দিয়েই পালিয়ে যায় ঘটনাস্থল থেকে৷ তবে আমরা ট্রাকটির নাম্বার শনাক্ত করতে পেরেছি এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 
Electronic Paper