ফেনীতে পানিবন্দি মানুষদের ত্রাণসামগ্রী দেন বিএনপি নেতা জনি
নিজস্ব প্রতিবেদক
🕐 ৬:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪
টানা কয়েকদিন ধরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামসহ আশপাশের জেলার মানুষগুলো পানিবন্দি। ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ হঠাৎ ছেড়ে দেওয়ায় এ বন্যার কবলে পড়ে লাখো লাখো মানুষ। বন্যাকবলিতদের পাশে দাড়ানোর নিদের্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ১নং সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। কয়েকদিন ধরে তার নেতৃত্বে টিমের সদস্যরা ফেনীর দাগনভুইয়া উপজেলাসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের সবগুলো আশ্রয়নকেন্দ্রে যান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম, হাসানপুর শাহ আরম চৌধুরী হাই স্কুল এন্ড কলেজ, হাসানপুর প্রাথমিক বিদ্যালয়, হাসানপুর কাওসার চৌধুরী হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানা, হাসানপুর দক্ষিণ ঈদগাহ উন্নয়ন সংলগ্ন ভবন শহীদ স্মরণী তোরণ এলাকায় পানিবন্দি বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। শুকনো খাবার ও ঔষধ দিয়ে অসহায় মানুষদের খোঁজখবর নেন। শারীরিকভাবে অসুস্থ (ডায়লোসিস রোগী) কবির আহমেদকে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও গরুর খাদ্য কেনার জন্য আবুল বাশারকে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় আবদুল লতিফ জনি বলেন, কী ভয়াবহ বন্যার কবলে পড়েছেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের আটটি জেলার লাখ লাখ মানুষ। হঠাৎ ধেয়ে আসা এ বন্যায় মানুষ, গৃহপালিত পশু-পাখিকে নিরাপদে সরিয়ে নিতে অবর্ণনীয় কষ্ট করতে হচ্ছে উদ্ধারকর্মীদের। শুধু তো বন্যার এই সময় নয়, বন্যা শেষে তাদের পুনর্বাসন প্রক্রিয়াও বেশ কঠিনই হবে। দেশের মানুষের এমন কষ্টে কার না মন কাঁদবে!
তিনি বলেন, টানা কয়েকদিন ধরে পানিবন্দি মানুষের জন্য কাজ করছি। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হচ্ছে, তা কী যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।
জনি বলেন, এই ভয়াবহ বন্যায় প্রায় ২৩ জন মানুষ ভেসে গেছে। ৫২ লাখ মানুষ আশ্রয়হীন। এরমধ্যে ১২ লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী আছে। ফেনী জেলার তিনটি উপজেলায় এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি। এমন পরিস্থিতি জনগণের দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনিদিষ্ট নির্দেশনায় ত্রাণ দেওয়া হচ্ছে।