ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চাটখিলে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

মো. মনির হোসেন সোহেল (চাটখিল) নোয়াখালী
🕐 ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

চাটখিলে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

ফেনী, নোয়াখালী, লক্ষীপুর বন্যাদুর্গত এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঢাকাস্থ ব্যবসায়ী নিউ এ্যালমোনিয়াম স্বত্বাধিকারীর সদস্যরা।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে পাইকপাড়া গ্রামের কৃতি সন্তান মিজানুর রহমান মিজানের সার্বিক সহযোগিতায় কয়েকটি গ্রামে ১ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সকাল থেকে সূদুর মুন্সিগঞ্জ থেকে নোয়াখালী চাটখিল উপজেলায় কোমর সমান পানিতে ভিজে অসহায় পরিবারের মাঝে এসব খাবার ও নগদ অর্থ বিতরণ করেন। নিউ এ্যালমোনিয়াম থাই কোম্পানির প্রতিনিধিরা জানান, অত্যান্ত বয়াবহ বন্যায় মানুষের পাশে দাড়াতে পেরে শোকরিয়া আদায় ও সম্ভব হলে আরও ত্রাণ সামগ্রীর পাঠানোর আশা ব্যাক্ত করেন।

মুন্সিগঞ্জের প্রতিনিধিরা ছাড়া ও স্থানীয় পারভেজ আলম ও তার দলের সার্বিক সহযোগিতায় বর্নার্ত মানুষের পাশে ত্রাণ পৌঁছে দেন।

 
Electronic Paper