নোয়াখালীতে সেনাবাহিনীর হাতে আটক ৩ ডাকাত
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
🕐 ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা। আটককৃতরা হলেন- রাসেল, নুরুদ্দিন এবং তারেক। এসময় তাদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার (৯ আগস্ট) রাত ১টার সময় সুধারাম থানার আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ডাকাতদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যে আন্ডারচর এলাকায় ১৫/২০ জনের ডাকাতদল দেশীয় অস্রসহ প্রবেশ করে। এসময় স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে তাদের ধাওয়া করে ৩ জনকে আটক করে।
খবর পেয়ে সুধারাম থানা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে ২টি টহল দল ঘটনাস্থলে পৌঁছে ৩ জন ডাকাতকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১০ আগস্ট) দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডাকাতদেরকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।