ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুমিল্লায় মুখোমুখি আন্দোলনকারী ও আ.লীগের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
🕐 ১:০৩ অপরাহ্ণ, আগস্ট ০৩, ২০২৪

কুমিল্লায় মুখোমুখি আন্দোলনকারী ও আ.লীগের নেতাকর্মীরা

কুমিল্লায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জিলা স্কুলের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে শুরু হওয়া এ কর্মসূচির একই সময়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছে। ফলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, আজ সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। একপর্যায়ে জিলা স্কুলের গেটে তালা ভেঙে ছাত্রছাত্রীরা ভেতরে ঢোকে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিউমার্কেট এলাকায় জড়ো হন। ফলে শিক্ষার্থীরা আবার জিলা স্কুলের সড়কের সামনে অবস্থান নিয়ে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। তাঁদের উল্লেখযোগ্য কিছু স্লোগান হলো, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে’।

যেকোনো ধরনের বাধা দিয়ে কর্মসূচি পালন করতে না দেওয়া হলে এর পরিমাণ ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মুখোমুখি অবস্থানের কারণে কান্দিরপাড় ঈদগাহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা সোয়া ১১টার দিকে গণমিছিলে যোগ দিতে কুমিল্লা নগরীর পুবালি চত্বরে হাজির হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (আজ দুপুর ১২টা) জিলা স্কুলের মোড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। ওই সময় কুমিল্লা পুলিশ সুপারের বাংলোর সামনে অবস্থান নেয় পুলিশ। এদিকে শিবিরকর্মী সন্দেহে এক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

 
Electronic Paper