ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বান্দরবানে ছাত্রলীগের শোক র‌্যালি ও আলোক শিখা প্রজ্বলন

কৌশিক দাশ, বান্দরবান
🕐 ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ০২, ২০২৪

বান্দরবানে ছাত্রলীগের শোক র‌্যালি ও আলোক শিখা প্রজ্বলন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ পরিবারের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে শোক র‌্যালি ও আলোক শিখা প্রজ্বলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে বান্দরবান রাজারমাঠ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোক শিখা প্রজ্বলন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আগস্টের শোকাবহ দিনের কথা স্মৃতিচারণ করেন এবং বলেন, পঁচাত্তরের পনের আগস্ট কাল রাত্রীতে ঘাতকরা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে এদেশের নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু ঘাতকদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। বক্তারা এসময় আরো বলেন, বঙ্গবন্ধু অমর, আর এই দেশ যতদিন থাকবে বাংলার জনসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের কথা আজীবন স্মরণ রাখবে।

শেষে উপস্থিত নেতা-কর্মীরা হাতে মোমবাতি প্রজ্বলন করে নীরবতা পালন করেন।

 
Electronic Paper