ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
🕐 ৭:০৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪

নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৯ জুলাই) বিকাল সোয়া ৩টায় কয়েকশো শিক্ষার্থী নোয়াখালী জিলা স্কুলের সামনে শহরের প্রধান সড়ক (চার লেনের সড়ক) বন্ধ করে ওই সমাবেশ শুরু করেন। এ সময় তারা সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবিতে ওই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বঘোষণা অনুযায়ী বিকাল ৩টা থেকে জিলা স্কুলের আশপাশের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিকাল সাড়ে তিনটার দিকে তারা জিলা স্কুলের সামনের সড়কে দাবি সংবলিত ব্যানার নিয়ে অবস্থান নেন। এ সময় কিছু শিক্ষার্থীর হাতে লাঠি ও জাতীয় পতাকাও দেখা যায়। শিক্ষার্থীরা কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর আগে জিলা স্কুলের সামনের সড়কে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আধাঘণ্টা সড়কে অবস্থান করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। সে জন্য তাদের সুযোগ দেওয়া হয়েছে।

 
Electronic Paper