ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পূজামণ্ডপের নিরাপত্তায় উত্তরায় মতবিনিময় সভা

উত্তরা প্রতিনিধি
🕐 ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ০১, ২০২৪

পূজামণ্ডপের নিরাপত্তায় উত্তরায় মতবিনিময় সভা

রাজধানীর উত্তরায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকার একাধিক পূজা কমিটির নেতৃবৃন্দের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের বিষয়টি উঠে আসে।

আজ (মঙ্গলবার) বিকেলে তুরাগ থানা ভবনের কনফারেন্স কক্ষে এ বিষয়টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান, অতিরিক্ত উপ-কমিশনার আহাম্মদ আলী, উত্তরার বিভিন্ন থানার ওসি ও স্থানীয় থানা এলাকার পূজা কমিটির সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেচ্ছাসেবক ও নাগরিক কমিটি গঠন, সিসি ক্যামেরা সংযোগ এবং স্বেচ্ছাসেবক দ্বারা পাহারার মাধ্যমে স্ব-স্ব পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখার পরামর্শ প্রদান করেন। এছাড়াও থানা পুলিশকে আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় আগত তুরাগ থানা পূজা কমিটি ও বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।

 
Electronic Paper