ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডিএমপির ট্রাফিক বিভাগের ৯৬২ মামলা, জরিমানা ৩৯ লাখ

অনলাইন ডেস্ক
🕐 ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

ডিএমপির ট্রাফিক বিভাগের ৯৬২ মামলা, জরিমানা ৩৯ লাখ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৬২টি মামলা ও ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ৯৬২টি মামলা করা হয়েছে আইন লঙ্ঘনের কারণে। এসব মামলায় ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ ছাড়াও অভিযানে ৮৩টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে। জরিমানা করা টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

 
Electronic Paper