মহানগর উত্তরের ১৮ ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতায় যুবদলের কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৬, ২০২৪
ঢাকা মহানগর উত্তর সিটিতে গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতার কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার কালা চাঁদপুর থেকে শুক্রবার এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ডেঙ্গু সচেতনতার কার্যক্রম উদ্বোধন করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, কালাচাঁদপুর সোসাইটির সভাপতি এম এ জব্বার, কালাচাঁদপুর সোসাইটির নেতা দেলোয়ার খান, গুলশান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সিরাজ, গুলশান থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আকরাম হোসেনসহ ১৮ নম্বর ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, কালা চাঁদপুর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে পুরো এলাকায় এ কর্মসূচি চলবে।