ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিক্ষোভে বন্ধ হলো প্রগতি সরণি

অনলাইন ডেস্ক
🕐 ২:০২ অপরাহ্ণ, আগস্ট ০৩, ২০২৪

বিক্ষোভে বন্ধ হলো প্রগতি সরণি

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে আজ বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে প্রগতি সরণি এলাকায় শিক্ষার্থীরা বিভিন্ন দিকে ছোট ছোট দলে জড়ো হচ্ছিলো, পরে চারদিক থেকে হুট করেই নেমে আসেন শিক্ষার্থীরা। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যানচলাচল।

আজ (শনিবার) দুপুর সোয়া ১টার দিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় রাস্তায় হুট করে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। অন্যদিকে বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে ব্যাপক সংখ্যক পুলিশ।

শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজারের দিকের সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কুড়িল বিশ্বরোডের দিক থেকে কোনো যানবাহন আর নদ্দা, নতুন বাজারের দিকে যেতে পারছে না।

জড়ো হওয়া শিক্ষার্থীরা বলছেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে সারা দেশে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা এখানে শুধু শিক্ষার্থীরাই উপস্থিত আছি।

 
Electronic Paper