সলঙ্গায় বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
মতিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
🕐 ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে। অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই শিক্ষার্থীরা ১০ থেকে ১৫ জনের দল করে সলঙ্গা বাজার মনিটরিং করছে। শনিবার (১০ আগস্ট) সকালে সলঙ্গা বাজারে পাইকারি ও খুচরা দোকানে শিক্ষার্থীদের মনিটরিং করতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা বাজারে মনিটরিং কার্যক্রম চালাচ্ছি। পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন। ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতারা এবিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।