সেনা পাহারায় সীমিত পরিসরে কাউখালী থানার কার্যক্রম শুরু
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
🕐 ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর সেনা পাহারায় সীমিত পরিসরে পিরোজপুরের কাউখালী থানার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে থানার সামনে সেনা সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন- আমরা জনগণের সেবক, তাদের সেবা নিশ্চিতে আমরা তাদের ডাকে সাড়া দিচ্ছি। সেনাবাহিনী সার্বক্ষণিক আমাদের সঙ্গে রয়েছে।