বরিশালে মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ২০
বরিশাল প্রতিনিধি
🕐 ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪
বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমাবেশে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এতে চারজন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ ৬ জনকে আটক করে থানায় নিয়ে গেছে।
সারা দেশে ছাত্র-জনতার উপর হামলা, গণহত্যা, গণ গ্রেফতারের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা ১১টায় টাউন হল চত্তর থেকে বাসদ ডা.মনিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে আদালত চত্বরে রওনা দিলে পুলিশ বাধা দেয়। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে যমুনা টিভির ক্যামেরাপার্সন, যুগান্তরের ক্যামেরাপার্সনসহ ৪ সাংবাদিক আহত হন। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে পৌঁছালে বিজিবি ও পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে এবং বেদম লাঠিচার্জ করা হয়। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা আদালত ভবন সংলগ্ন সিটি কর্পোরেশনে হামলা চালানোর চেষ্টা করে।
এ সময় বিসিসির কাউন্সিলর ও কর্মচারীরা ধাওয়া দিলে তারা সরে যায়।