ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীর বরণ মাঝি
🕐 ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

১। কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয়?
(ক) ড. কাজী মোতাহার
(খ) অধ্যাপক আবুল কাশেম
(গ) আবুল মনসুর আহমদ
(ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

২। ১৯৪৮ সালে দ্বিতীয় বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়- (র) ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপ দানের জন্য (রর) পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য (iii) আরবি হরফেব বাংলা লেখার প্রতিবাদ জানাতে (ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : টেলিভিশনে লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল। মিথিলা বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখছিল। কিন্তু, তার ছোট ভাই মিঠুন কেবলই চ্যানেল পরিবর্তন করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। মিঠুনের মতে এসব গানের শ্রোতা হচ্ছে গ্রামের লোক। তার বোনের এ সব গান প্রীতি বেমানান লাগে। ৩। মিথিলা কোন আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত? (ক) অসহযোগ আন্দোলন
(খ) খিলাফত আন্দোলন
(গ) ভাষা আন্দোলন
(ঘ) স্বাধিকার আন্দোলন। ৪। উক্ত চেতনায় অনুপ্রাণিত হয়ে মিথিলা হতে পারে- (i) দেশপ্রেমিক
(ii) জাতীয়তাবাদী (iii) প্রতিবাদী। (ক) i (খ) i ও ii 
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৫। ১৯৫৪ সালের নির্বাচনে লক্ষণীয় হচ্ছে- (i) ব্যালট বিপ্লব
(ii) বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ
(iii) বাঙালির বিচ্ছন্ন সংগ্রাম (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii ৬। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? (ক) ১৯৪৭ সালে
(খ) ১৯৪৮ সালে
(গ) ১৯৪৯ সালে
(ঘ) ১৯৫০ সালে
৭ । পুরো পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা-
(ক) ৫৫% (খ) ৫৬%
(গ) ৫৭% (ঘ) ৫৮%। ৮। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? (ক) লিয়াকত আলী
(খ) গোলাম আজাদ
(গ) খাজা নাজিমুদ্দীন
(ঘ) ফজলুল হক। ৯। মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ছিলেন কত তারিখে?
(ক) ৭মার্চ ১৯৪৮
(খ) ১০মার্চ ১৯৪৮
(গ) ১৭মার্চ ১৯৪৮
(ঘ) ১৯মার্চ ১৯৪৮।
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
সিরিয়ার নির্বাচনে দেশের অপেক্ষাকৃত ছোট ছোট দল ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন কওে এবং ক্ষমতাসীন প্রভাবশালী দলের মোবাবিলা করে এবং জনগণ উক্ত জোটকে সমর্থন দেয়। ১০। অনুচ্ছেদটিতে স্বাধীনতার পূর্বে কোন জোট নির্বাচনের কথা মনে করিয়ে দেয়? (ক) যুক্তফ্রন্ট নির্বাচন
(খ) ১৯৪৭ এর নির্বাচন
(গ) ১৯৫২ এর নির্বাচন
(ঘ) ১৯৫৭ এর নির্বাচন
১১। উক্ত নির্বাচনের প্রধান লক্ষ্য ছিল- (i) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ (ii) বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ (iii) শোষণের বিরুদ্ধে প্রতিবাদ (ক) i ও ii (খ) ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১২। ভাষা আন্দোলনের মধ্যে যে নামটি সামঞ্জস্যপূর্ণ-
(i) সালাম (ii) কাশিম
(iii) বরকত (ক) i ও ii (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৩। মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার কিসের দিকে সামান্য দৃষ্টিপাত করত না-
(ক) শিক্ষার (খ) সংস্কৃতির
(গ) প্রগতির (ঘ) উন্নতির ১৪। ১৯৪৮ খ্রিস্টাব্দের মে মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঢাকায় আলোচনায় বসেন কেন?
(ক) সেবা করার জন্য
(খ) সমঝোতা করার জন্য
(গ) নতুন রাজনৈতিক দল গঠনের জন্য (ঘ) পরামর্শ করার জন্য ১৫। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার সবচেয়ে পুরাতন দল?
(ক) মুসলীমলীগ
(খ) কৃষক-শ্রমিক পার্টি
(গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস
(ঘ) পিপলস পার্টি অব পাকিস্তান
১৬। পাকিস্তানি দুই অংশের মধ্যে মিল ছিল না-
(i) ইতিহাস
(ii) ঐতিহ্য
(iii) ভাষা
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii

সুধীর বরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর।

উত্তর : ১.খ, ২.খ, ৩.গ, ৪.ঘ, ৫.ক, ৬.ক, ৭.খ, ৮.গ, ৯.ঘ, ১০.ক, ১১.ঘ, ১২.খ, ১৩.ঘ, ১৪.গ, ১৫.ক, ১৬.ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper