নদীর নামে গ্রামখানি
অভিজিত বড়ুয়া বিভু
🕐 ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

হাঁটছি যখন সকালবেলা
ধানখেতের আল ধরে,
ঘাসফড়িং তিড়িং বিড়িং
নাচল সুরে তাল করে।
শিশির ভেজা সবুজ ঘাসে
রবির কিরণ ঝিলমিলায়,
কাঁচাপাকা ধানের শীষে
প্রজাপতি রূপ বিলায়।
সবুজ শ্যামল ইছামতী
নদীর নামে গ্রামখানি,
আদর স্নেহ মায়ায় রাঙা
মায়ের শাড়ি জামদানি।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
