ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তুমিও বানাতে পার গোলাপ

ইচ্ছেডানা ডেস্ক
🕐 ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

ঘরের কোণায় একগুচ্ছ গোলাপের উপস্থিতি পরিবেশটাই সুন্দর করে তোলে। বাগানের ফুল তুলে আনলে বেশি দিন তাজা থাকে না! কিন্তু যদি এমন হতো, একবার ফুলদানিতে রেখে দিলাম আর মাসের পর মাস একই রকম থাকবে, ব্যাপারটা বেশ মজার হতো না?

কখনো কি ভেবেছো কাগজের ফুলের কথা। নষ্ট হবে না, আবার দেখতেও ভালো লাগবে। কাগজ দিয়ে খুব সহজেই ফুল তৈরির কৌশল আছে, সেই ফুল ঘ্রাণ না দিলেও সৌন্দর্য ঠিকই বিলাবে মাসের পর মাস। তো এবার কৌশলটা জেনে নাও।
প্রয়োজনীয় উপকরণ-আর্ট পেপার (লাল হলে ভালো হয়), কেঁচি, আঠা।
পদ্ধতি-এটি তৈরির জন্য দুই রঙের আর্ট পেপার নিতে হবে তোমাকে। ফুলের জন্য লাল বা কাছাকাছি ধরনের পেপার আর পাতা তৈরির জন্য সবুজ পেপার। ফুল তৈরির জন্য প্রথমে লাল আর্টপেপার টিতে পেনসিল দিয়ে প্যাঁচানো দাগ কেটে নিতে পারো। তারপর পেঁচিয়ে গোল গোল করে শেষ প্রান্তটি আঠা লাগিয়ে দিতে হবে। সবুজ কাগজটি পাতার মতো কেটে নিচে বসিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল তোমার কাগজের গোলাপ!
এবার সবচেয়ে মজার কাজ, ডেকোরেশন পার্ট। গোল গুচ্ছ তৈরি করতে পারো অথবা লাভ আকারেও ফুলের গুচ্ছ তৈরি করতে পারো। শুকনো গাছের ডাল এনে তাতে জুড়ে দিতে পারো। কাগুজে গোলাপ দেখতে এত আকর্ষণীয় লাগবে যা তুমি ভাবতেই পারনি। সুতরাং আর দেরি না লেগে যাও কাগজের গোলাপ বানাতে!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper