ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছড়া পত্রিকা ‘টুপটাপ’

গোলাম নবী পান্না
🕐 ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

ছড়া পত্রিকা ‘টুপটাপ’

বৃষ্টির রিমঝিম, ঝমঝম, টাপুর টুপুর, টুপ টুপ, টুপটাপ- শব্দগুলোর সঙ্গে পরিচয় মেলে বর্ষাকালে। আমরা জানি, আষাঢ়-শ্রাবণ দুই মাস মিলেই এই কালকে বোঝানো হয়। তবে প্রকৃতিতে এর রেশ বয়ে যায় এ দু’মাস পেরিয়েও। ‘টুপটাপ’ পত্রিকাটিও সেই রেশ ধরে রেখেছে সহসা প্রকাশিত ‘বর্ষা সংখ্যা’ দিয়ে। আর এতে ছন্দে ছন্দে ছড়া-কবিতায় বর্ষার অপরূপ দৃশ্যকে তুলে এনেছেন প্রিয় লিখিয়ে শিশুসাহিত্যিকগণ। চমৎকার লেখায় ফুটে উঠেছে বর্ষার প্রকৃতি।

যারা এই ছন্দবর্ষণে মেলে ধরেছেন প্রিয় বর্ষাকে নিয়ে, তারা হলেন শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, আসলাম সানী, আমীরুল ইসলাম, উৎপলকান্তি বড়ুয়া, বিপুল বড়ুয়া, ইকবাল বাবুল, আনওয়ারুল কবীর বুলু, রহীম শাহ, রোমেন রায়হান, টিপু কিবরিয়া, আহসানুল হক, আহসান মালেক, মালেক মাহমুদ, রমজান মাহমুদ, সুফিয়ান আহমদ চৌধুরী, আবুল হোসেন আজাদ, দেলওয়ার বিন রশিদ, জাহাঙ্গীর আলম জাহান, স.ম. শামসুল আলম, বাকীউল আলম, শরীফ আবদুল গোফরান, গোফরান উদ্দীন টিটু, ঢালী মোহাম্মদ দেলোয়ার, হুমায়ুন কবীর ঢালী, সোহেল মল্লিক, সোহেল বীর, এম. আর. মনজু, মানজুর মুহাম্মদ, গোলাম নবী পান্না, ওমর ফারুক নাজমুল, ফারুক হাসান, কামাল হোসাইন, বদরুল বোরহান, নাসিরুদ্দীন তুসী, গিয়াস উদ্দিন রূপম, অদ্বৈত মারুত, অমিত কুমার কুণ্ডু, কবির কাঞ্চন, তৌহিদুল ইসলাম কনক, আমিনুল ইসলাম মামুন, আখতারুল ইসলাম, রকিবুল ইসলাম, দেওয়ান আজিজ, মঈন মুরসালিন, মামুন সারওয়ার, খন্দকার আল মামুন, আহমেদ সাব্বির, মোশতাক আহমেদ, ইউনুস আহমেদ, আহমাদ স্বাধীন, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জ্যোতির্ময় সেন, হিমাদ্রি হাবীব, চান মিয়া চান্দু, মোস্তাফিজুল হক, পারভেজ হাসান, সাদ্দাম হোসেন, স্বপনকুমার বিজলী, ইসমাত মির্জা, মেরিনা সঈদ, চন্দ্রশিলা ছন্দা, নার্গিস চমন, ওয়ালিদা মোনালিসা।

‘শিশুর স্বপ্নে আগামী’ স্লোগানে এগিয়ে চলা ‘টুপটাপ’-এর প্রচ্ছদেও বর্ষায় শিশুদের আনন্দচিত্রকেই ফুটিয়ে তোলা হয়েছে। শিশুদের প্রতি ভালোবাসা থেকেই শিল্পী নিসা মাহজাবীন প্রচ্ছদে চমৎকার ছাপ রেখেছেন। মনকাড়া অলংকরণে আকর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছেন শিল্পী আজিজুর রহমান। যার জন্য ‘টুপটাপ’-এর এ সংখ্যাও সবার কাছে আদরণীয় হিসেবেই গণ্য হয়েছে।


‘টুপটাপ’কে পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে সম্পাদক শিশুসাহিত্যিক ওমর ফারুক নাজমুল বরাবরের মতোই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। বহুল প্রচার আশা করছি। পত্রিকাটির মূল্য ধরা হয়েছে মাত্র ৫০ টাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper