ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাঁদব সবার দুখে

মাহমুদুল হাসান মুন্না
🕐 ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

কাঁদব সবার দুখে

রিমন ও ইমন দুই বন্ধু। দুজনেই উদার মনের মানুষ। পরোপকার করেই সুখ খুঁজে পায়। পরের হিতে ভালো কাজ করে বেড়ায়। সবার বিপদে তারা ছুটে আসে। দুরন্ত দুই কিশোর সবার চোখের মণি। গ্রামের প্রবীণরা এই নবীনদের ভালোবাসেন। তাদের জন্য মুরব্বিরা নামাজ শেষে দোয়া করেন। ছোটবেলার একটি ছড়া তাদেরকে প্রভাবিত করেছে। ‘সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে।’

রিমন ও ইমন ক্লাস নাইনে পড়ে। তাদের স্কুলের দারোয়ান রহিম মিয়া। তিনি অমায়িক মানুষ। মুখে হাসি লেগেই থাকে। মানুষটাকে বড্ড সুখী মনে হয়। রহিম মিয়াকে তারা চাচা ডাকে। স্কুল গেটে দেখা হলে চাচাকে সালাম দেয়। সালামের জবাব দিয়ে তাদের খোঁজ-খবর নিতে ভোলেন না। রহিম চাচা একগাল হাসি উপহার দেন। তাই চাচাকে তাদের খুবই ভালো লাগে।

চাচার সঙ্গে প্রায়ই দেখা হয়। সেদিন তারা চাচাকে দেখতে পেল না। ক্যাম্পাসে খুঁজেও দেখা পায়নি। অফিসে গিয়ে জানতে পারল চাচা দুই দিনের ছুটি নিয়েছেন। তিনি অসুস্থ। তারা চাচার বাড়িতে গেল। হঠাৎ করেই নাকি প্রচণ্ড পেট ব্যথা। এমন ব্যথা আগে কখনো হয়নি। তারা চাচাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার জানালো লক্ষণ ভালো নয়। সদর হাসপাতালে নিয়ে যেতে বলল। পরীক্ষা-নিরীক্ষায় জানা গেল পিত্তথলিতে পাথর হয়েছে। অপারেশন করলে সুস্থ হয়ে যাবে। কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। রহিম চাচা গরিব মানুষ। কীভাবে চিকিৎসার ব্যয় ভার বহন করবে? রিমন ইমনকে বলল, ‘দশের লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবি সোজা। আমরা তো এত টাকা দিতে পারব না। তবে টাকার ব্যবস্থা করতে পারব।’

‘কীভাবে?’ ‘একটা দল গঠন করব। তারপর তিনজন করে ছোট দল করব। আমরা শিক্ষকদের কাছে যাব। ছাত্র-ছাত্রীদের সামর্থ্য অনুযায়ী দান করতে বলব। এলাকার বিত্তশালীদের কাছে সাহায্য চাইব। শহরের দোকানগুলোতে যাব। পথচারীদের জানাব সমস্যার কথা। এভাবে সবাই এগিয়ে আসলে ব্যবস্থা হয়ে যাবে। তারা পরিকল্পনা মোতাবেক কাজ করল। এক সপ্তাহের মধ্যে টাকা জোগাড় হলো। রহিম চাচার চিকিৎসা হলো। তিনি আবার স্কুলে ফিরেছেন। সবাই রিমন ও ইমনের প্রশংসা করছে।

হাতিয়া, নোয়াখালী।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper