জন্ম এ দিনে
গোলাম নবী পান্না ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

বাঙালিরা গর্বিত
প্রিয় নেতা পেয়ে
জন্ম এ দিনে তাই
খুশি সবচেয়ে।
সতের মার্চ যেন
আলোকিত দিন
বেড়ে যায় তার প্রতি
এ জাতির ঋণ।
এই দিনে প্রিয় নেতা
এ দেশের বুকে-
জন্মটা নিয়েছেন
সব দুখ চুকে।
মুজিবুর রহমান
সেই প্রিয়মুখ
তাকে ভেবে পাই যেন
বুক ভরা সুখ।