খোকার আঁকা ছবি
স্বপন শর্মা ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

খোকাদের পড়া রুমে
শুয়ে থাকে ভাত ঘুমে
চেয়ে দেখে চারিপাশে
ভাবনাটা ঠিক আসে
মাথাতে-
উঠে বসে খাতা নিয়ে
আঁকে সেথা মন দিয়ে
কাকে যেন করে ফলো
কিঠ-ঠাক আঁকা হলো
খাতাতে।
আঁকা শেষে চেয়ে থাকে
ডেকে ডেকে বলে মাকে
জন্মদিন আজ; কার?
জানে না তো নেই তার
খয়ালে-
চেয়ে দেখে ছবি-খানা
লোকটা যে চেনাজানা
মুজিবের ছবি ছিল
হাতে নিয়ে সেঁটে দিল
দেয়ালে।
উলিপুর, কুড়িগ্রাম