শীতের পরশ
সোমের কৌমুদী ১১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

কুয়াশামাখা সকাল বেলা
শিশির ভেজা
পথঘাট
খেলার মাঠ
খেয়াঘাট।
প্রকৃতিকে জড়িয়ে রাখে কুয়াশার চাদর
এমন দিনে সবাই যে চায় রোদের আদর।
শিশির ঝরে সকাল সাঁঝে
হিমে কাহিল
পাখপাখালি
বন বনানী
গাছগাছালি।
গাছগুলো সব শূন্য ঠাঠা, পাখিরা গানহারা
শীত তবু সাজায় ধরা, এ প্রকৃতির এক ধারা।
শীত সময়ের ধূসর কানন বসন্তে সবুজ হয়
শীতের পরশ পেয়েই বুঝি বসন্ত রঙিন হয়।