এবার শীতে
জাহিদুল ইসলাম ১১:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

কুয়াশারই আঁচল ছুঁয়ে ছোটে বকের সারি
এবার শীতে ছুটি পেলে যাব গাঁয়ের বাড়ি।
সরষে খেতের হলুদ মায়ায়
মটরশুঁটির সবুজ ছায়ায়
শিশির ভেজা দুর্বা আমায়
কাছে পেয়ে করবে আহাজারি।
খেজুর রসের পায়েস খাব
মায়ের কাছে আরও চা’ব
চিতই ভাপায় থাল সাজাব
বোনের সাথে করে কাড়াকাড়ি।
মন মানে না কবে ছুটি
যাব ধরে হাওয়ার ঝুঁটি
বুকে আশার লুটোপুটি
যাও না সময় তাড়াতাড়ি!