খুকুর পুষি
রাসেল খান ১১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

খুকুমণির পুষি
দুধে ভাতে খুশি,
দিলে মাছের কাঁটা
সোজা ধরে হাঁটা।
চুপটি করে থাকে
দেয় না সাড়া ডাকে,
ইলিশ ভাজা মাছে
তাধিন তাধিন নাচে।
যায় অভিমান ভুলে
সুখের ঢেকুর তুলে,
মিষ্টি আহা হাসে
খুকুর কাছে আসে।