পাড়ার দাদা
জাহিদুল ইসলাম ১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ০৯, ২০২১

শীতের বুড়ি আসুক এবার
ভেঙে দেব ঠ্যাং
এই বাহুতে শক্তি কত
জানে কোলাব্যাঙ।
ঝড়কে আমি ডড়াই নাকো
ভয় দেখাস এই শীতে?
আমায় দেখে পালাবে শীত
দেখবি যে এমনিতে।
পৌষ-মাঘে শীতের বুড়ি
ধরতে এলো বাজি
কাঁপতে কাঁপতে দাদু বলে
শীতটা বড়ই পাজি।
ক’দিন হল রোদ ওঠে না
কুয়াশাতে ম্লান
কোথায় তোরা, ধর না আমায়
গেল বুঝি প্রাণ।