সর্ষে ফুলে
অনন্য আমিনুল ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ০৯, ২০২১

পাপড়ি খোলা উদার হাসি
সর্ষে গাছে গাছে
মৌমাছিরা হাওয়ার তালে
হলুদ মেখে নাচে।
গুনগুনাগুন গানের সুরে
শনশনাশন হেসে
হাওয়ায় ভেসে দলে দলে
উড়ছে ফুলের দেশে।
এ-ফুল ও-ফুল সে-ফুল ঘুরে
একটুখানি করে
মৌমাছিরা চাকের ভেতর
মধুর সাগর গড়ে।