ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শুধুই তোমাদের জন্য

রাশেদ রহমান
🕐 ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৮

বন্ধুরা জানো তো, শিশু একাডেমী তোমাদের সংগঠন। ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে সারা দেশে একাডেমীর ৭০টি শাখা রয়েছে। ঢাকার পুরাতন হাইকোর্ট এলাকায় এর সদর দপ্তর। শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তোলার জন্য এ সংগঠন কাজ করে থাকে। বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন মানুষ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। এখানে তোমাদের সংগঠন শিশু একাডেমীর নানা কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। একাডেমী যা বিশেষত তোমাদের জন্যই করে থাকে এবং ইচ্ছে হলেই তোমরা সেগুলোতে অংশগ্রহণ করতে পারো।

 

শিশু আনন্দমেলা


শিশু আনন্দমেলা শিশু একাডেমীর একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অনুষ্ঠান। শিশুদের তৈরি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও হস্তশিল্প এ মেলায় প্রদর্শিত হয়। মেলায় বিভিন্ন শিশু সংগঠনের উদ্যোগে স্টল খোলা হয়। এ মেলা শিশুদের স্বাবলম্বী এবং কর্মের প্রতি আগ্রহী হওয়ার প্রেরণা জোগায়।

 

শিশুনাট্য প্রতিযোগিতা


শিশুনাট্য প্রতিযোগিতা ও উৎসব শিশু একাডেমীর অন্যতম আকর্ষণীয় কর্মসূচি। এর উদ্দেশে হচ্ছে শিশু নাট্য-সংস্কৃতি গড়ে তোলা, শিশু নাটকের প্রতি শিশু এবং সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি করা, শিশু নাটকের ভিতকে শক্তিশালী বুনিয়াদের ওপর সুপ্রতিষ্ঠিত করা, শিশু নাটকের মাধ্যমে শিশু অধিকারের কথাগুলো জনসমক্ষে তুলে ধরা এবং সর্বোপরি, নাটকের সুস্থ ও মুক্ত ধারাকে বেগবান করা।

 

সাংস্কৃতিক প্রশিক্ষণ


শিশু একাডেমী শিশুদের চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, নাট্যকলা, আবৃত্তি, উচ্চারণ সরব পাঠ, তবলা, গিটার প্রভৃতি প্রায়োগ শিল্পের কোর্সভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে। দরিদ্র শিশুদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে। এ ছাড়া একাডেমীতে প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ দানের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। দুই বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। বর্তমানে জেলা শাখায় চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য ও আবৃত্তি-এ চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 

শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে শিশুদের মানসিক তথা সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী ০৮-১৪ বছর বয়সী ‘শিশুদের জন্য তিন মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি’ কার্যক্রম গ্রহণ করেছে। এ কোর্সে ভর্তি সবসময় সবার জন্য উন্মুক্ত। অসচ্ছল পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

প্রাক-প্রাথমিক শিক্ষা


দেশের ৪-৫ বছরের দুস্থ শিশুদের বিদ্যালয়ে পড়ার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী প্রাক-প্রাথমিক বিদ্যালয় শিক্ষাদান কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে এটি জেলা শাখার অধীনে মোট চারটি কেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষাদান কর্মসূচি চালু রয়েছে।

 

শিশু গ্রন্থাগার


বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় অফিসসহ সব শাখায় শিশু গ্রন্থাগার রয়েছে। এতে শিশুদের উপযোগী দেশি-বিদেশি বই রয়েছে। গ্রন্থাগারে এসে শিশুরা বই পড়তে পারে এবং শিশু সদস্যরা বাড়িতে বই নিয়ে যেতে পারে। প্রতিবছর এসব গ্রন্থাগারে নতুন নতুন বই ক্রয় করা হয়ে থাকে। সব সময় শিশু গ্রন্থাগারের সদস্য হওয়া যায়।

 

লাইব্রেরিভিত্তিক অনুষ্ঠান


শিশুদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি ও গ্রন্থাগারের প্রতি আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশে বই পাঠসহ বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং শ্রেষ্ঠ শিশুদের পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

 

শিশু জাদুঘর


দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিশুদের সচেতন করা ও জ্ঞানদানের উদ্দেশে শিশু জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। ঢাকার কেন্দ্রীয় অফিসের শিশু জাদুঘরে ৭২টি শো-কেসে ত্রিমাত্রিক শিল্পকর্মের মাধ্যমে প্রাগৈতিহাসিক কাল থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস শিশু-কিশোরদের উপযোগী করে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে।

 

আন্তঃজেলা সাংস্কৃতিক বিনিময়


আন্তঃজেলা সাংস্কৃতিক বিনিময় বাংলাদেশ শিশু একাডেমীর একটি নতুন কার্যক্রম। ‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে।’ বিশ্বকবির এ অমিয় বাণীই যেন আন্তঃজেলা সাংস্কৃতিক বিনিময়ের মূল উপজীব্য। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ভাব এবং ভাবনার, আচার এবং অনুষ্ঠানের বিনিময় ঘটে। পারস্পারিক মেলবন্ধন তৈরি হয়।

 

পুস্তক প্রদর্শনী


বাংলাদেশ শিশু একাডেমীর নিজস্ব প্রকাশনা বিভাগ রয়েছে। এখান থেকে প্রতিবছর অসংখ্য মানসম্মত শিশুতোষ বই-পুস্তক প্রকাশিত হচ্ছে। প্রকাশিত বইপুস্তক নিয়মিত প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমীর প্রকাশনা সম্পর্কে জনপ্রচার এবং অবহিতিকরণ ঘটে, বই কেনা এবং পড়ার প্রতি আগ্রহী করে তোলা হয়, পাঠক সৃষ্টি করা হয় ও শিশুতোষ বই-এর প্রতি সবার আগ্রহ তৈরি করা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper