রোদ ঝিকমিক
নূর মোহাম্মদ দীন ১২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

রোদ ঝিকমিক শাপলা পাতায়
রোদ ঝিকমিক কাশফুলে-
মাঝিবাবু নাও বেয়ে যায়
নদীর বুকে পাল তুলে।
রোদ ঝিকমিক শিউলিফুলে
রোদ ঝিকমিক ঘাসফুলে-
হাওয়ায় হাওয়ায় কাশফুলেরা
সুখ-বিলাসে যায় দুলে।
রোদ ঝিকমিক পুকুর জলে
রোদ ঝিকমিক রসতালে-
ঝিকিমিকি রোদের ঝলক
শরৎরানির দুই গালে।