ভূত এবং আমি
রায়হান ফেরদৌস ১২:০৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

সেদিন দেখি রাতের বেলা
চিকনা দু’টি ভূতে,
দুজন মিলে হেলেদুলে
সটান হয়ে মুতে।
ওদের মুতে বাগড়া দিয়ে
ছুঁড়ে মারি ঢিল,
ঢিল খেয়ে ভূত ফেরত মারে
আমার পিঠে কিল।
কিল মেরে ফের ভূতে বলে,
ঢিল মারিলি ক্যান?
ভূতকে বলি, পাগল আমি;
নেই হিতাহিত জ্ঞান।