অমর আলম তালুকদার
কবির কাঞ্চন ১১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০

ঠোঁটের কোণে মিষ্টি হাসি
থাকত লেগে যার
গল্প ছড়ায় সেরা তিনি
আলম তালুকদার।
তার লেখাতে হারিয়ে যায়
শিশুকিশোর মন
পাখপাখালি প্রজাপতি
নাচে সারাক্ষণ।
মানবতার কবির বুকে
সত্য ছিল বল
পাঠক মনে তাই তো নামে
আনন্দেরই ঢল।
ভালোবাসা পাবেন তিনি
হাজার বছর পরেও
লেখার মাঝে অমর তিনি
দুনিয়াতে মরেও।