ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাংলার সুর

প্রজীৎ ঘোষ
🕐 ১২:০৯ অপরাহ্ণ, জুলাই ০৪, ২০২০

বাংলার সুর বাংলার স¦র
বাংলার সব ধ্বনি;
এর সব যেন বাংলা মায়ের
দুই নয়নের মণি।

বাংলার বিল বাংলার মাঠ
বাংলার ছায়া বাংলার কাঠ
বাংলার ছায়া ছবি;
বাংলার জল বাংলার মাছ
বাংলার ফুল বাংলার গাছ
সব লিখেছেন কবি।

বাংলার মাঠে রাখালের বাঁশি
সুখের পরশ দেয় রাশি রাশি
ফাগুন বিকেল বেলা;
কিশোর ছেলেরা করে ছোটাছুটি
এক সাথে মিশে করে লুটোপুটি
খেলে দুরন্ত খেলা। 

 

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper