খুকির পড়া রবির ছড়া
শশধর চন্দ্র রায় ৬:১৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

সকালবেলায় ইশকুলে যায়, বিকেলবেলায় হাঁটে
রবির মজার ছড়া পড়ে খুকির সময় কাটে।
স্বপ্ন খুকির রবির ছড়ায় আকাশ দেবে পাড়ি
বীরের মত ছুটে গিয়ে আনবে মাকে বাড়ি।
স্বপ্ন খুকির সারাটা দিন পড়বে রবির ছড়া,
কবি রবির ছড়াগুলো ছন্দতালে গড়া।
রবির ছড়ায় দু’চোখজুড়ে মধুর স্বপন ভাসে,
খুকি পড়ে রবির ছড়া জ্ঞানের আলোর আশে।
মনটা নাচে তাধিন তাধিন, খুকির হৃদয় ভরে
বিশ্বকবির ছড়াগুলো মন দিয়ে পাঠ করে।