ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অগ্নিঝরা মার্চ

দিপংকর দাশ
🕐 ১:০৯ অপরাহ্ণ, মার্চ ০৭, ২০২০

আঁধার ঘেরা চারপাশটাতে
একটু হাসির সার্চ,
আশার তরি ভিড়ল তীরে
আসল যখন মার্চ।

দোসরা মার্চ ভোরে-
আকাশের বুকে উড়ল নিশান
স্বপ্ন দাঁড়িয়ে দোরে।

লাল সবুজের নিশান জুড়ে
স্বাধীনতার বীজ বোনা,
সাতই মার্চে বিশ্ববন্ধুর
কবিতাও হলো শোনা।

সংঘবদ্ধ হয়ে-
হাতে হাত রেখে ছুটে চলে বীর
উচ্ছ্বাসে নির্ভয়ে।

ছাব্বিশে মার্চ ঘোষণার পর
স্বাধীনতা চোখ খুলল,
অগ্নিঝরা এ মার্চ মাসেই
আশার আলো মুখ তুলল।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper