ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রামধনু ইউক্যালিপ্টাস গাছ

ইচ্ছে ডানা ডেস্ক
🕐 ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

পাপুয়া নিউ গিনির বৃহত্তম দ্বীপ নিউ ব্রিটেন, ইন্দোনেশিয়ার নিউ গিনি, সিরাম ও সুলভাইসি দ্বীপ এবং ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে প্রকৃতিগতভাবে জন্মায় একটি বিশেষ প্রজাতির সুউচ্চ রঙ বাহারি গাছ।

সেই দ্বীপ দেশে প্রকৃতির মোহময়ী জাদুতে আকাশের ইন্দ্রধনুর সাতটি রঙ যেন পৃথিবীতে নেমে এসে সেই গাছগুলিকে রাঙিয়ে রাখে। গাছগুলির কান্ডে এমন রকমারি উজ্জ্বল বর্ণের সমারোহ রীতিমতো চোখ ধাঁধিয়ে দেয়। গাছটি সাধারণভাবে রেইনবো ইউক্যালিপ্টাস বা মিন্দানাও গাম নামে জনপ্রিয়, তবে উদ্ভিদবিজ্ঞানের বই পড়ে জানা যায়, গাছটির বৈজ্ঞানিক নাম Eucalyptus deglupta।

প্রচুর বৃষ্টিপাত হয় এমন গ্রীষ্মমন্ডলীয় বনগুলি এই গাছগুলির বেড়ে উঠবার পক্ষে আদর্শ। স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে গাছগুলিকে প্রায় ২ মিটার (৬ ফুট) চওড়া এবং ৬০ মিটার (২০০ ফুট) পর্যন্ত লম্বা হতে দেখা যায়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper