শীতের দিন
পলাশ কুণ্ডু
🕐 ১০:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৯

খেজুর গাছে সারি সারি
ওই যে দেখো রসের হাড়ি ,
নতুন চালের পিঠার ঘ্রাণ
ছড়িয়ে গেছে বাড়ি বাড়ি।
ঘাটের পাড়ে তাকিয়ে দেখি
নৌকা দাঁড়িয়ে একা একা ,
মাছ শিকারে যায় নি জেলে
লাগছে যে সব ফাঁকা ফাঁকা।
