চাঁদের দিকে চেয়ে
ইমতিয়াজ সুলতান ইমরান
🕐 ২:০০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

চাঁদের দিকে চেয়ে খোকা
দেখে রাতের বেলা
মেঘের ফাঁকে চাঁদমামাটার
লুকোচুরি খেলা।
চাঁদের বাড়ি চাঁদনিবুড়ি
ছায়ার মতো বসে
সুতোকাটার হিসেব যেন
মনোযোগে কষে।
চাঁদের সাথে তারার জোনাক
জ্বলে মিটিমিটি
খোকা ভাবে, চাঁদের কাছে
দেবে নাকি চিঠি।
