খোকার ভূত
বাসুদেব খাস্তগীর
🕐 ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

দেখেছো কি কেউ কখনো
ভূত নামের ঐ দত্যি
ভূতের বাড়ির গল্প অনেক
মানতো খোকা সত্যি।
ইয়া বড় নাক থাকে তার
গায়ে কেশের বাহার
একজনে সে করত নাকি
দশটি লোকের আহার।
চোখ দুটো তার ছানাবড়া
শিং নাকি রয় মাথায়
কল্প কথার গল্প এমন
ছিল বইয়ের পাতায়।
এমন ভূতের গল্প শুনে
দিন গিয়েছে কেটে
এখন খোকা ভূতকে খোঁজে
চ্যাট করে সে নেটে।
ভূতকে দেখে হেসে খেলে
ইন্টারনেটে ঘুরে
নাওয়া খাওয়া ঘুমও গেল
ভয় গিয়েছে দূরে।
