ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমার আছে

আখতারুল ইসলাম
🕐 ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ০২, ২০১৯

আমার আছে সাগর নদী হাওর বাঁওড় বিল,
মাটির সোঁদা গন্ধমাখা ডাহুক পাখির ঝিল ।
আমার আছে বাঘ-ভালুকও প্রিয় সোঁদরবন,
গাঁয়ের বুকে কাজল দিঘি সুখের অনুক্ষণ ।

আমার আছে পদ্মা মেঘনা নীল যমুনার ঘাট,

হাঁস বলাকা পৌষ পার্বণ দূর্বা ঘাসের মাঠ ।
আমার আছে দূর দিগন্ত আকাশ সমুদ্দুর,
মেঠোপথের বাঁকে বাঁকে রাখাল বাঁশির সুর ।

আমার আছে শাপলা দোয়েল চাঁদ সূর্যের আলো,
শিশির ভেজা পাতার হাসি মন হয়ে যায় ভালো ।
আমার আছে নিঝুম দ্বীপ আর সমুদ্র সৈকত,
শ্যামল ছায়ার স্বপ্ন আছে ঘাস মোড়ানো পথ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper