শরৎ এলো
কৌশিক সূত্রধর ১২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

শরৎ এলো রানীর বেশে
কি অপরূপ সৃষ্টি,
নদীর ধারে কাশের মেলা
ভরছে দেখে দৃষ্টি।
কচি ঘাসের শিশির কণা
ঝরছে রাশি রাশি,
আমন ধানের ফলন দেখে
আনন্দিত চাষি।
নীল আকাশে দলে দলে
শুভ্র মেঘের ভেলা,
শিউলি ফুলের সুবাস নিয়ে
করছে শরৎ খেলা।