ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একটি ছেলে

আবেদীন জনী
🕐 ১:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

একটি ছেলের কণ্ঠ থেকে ঝরত বজ্রবাণী
একটি ছেলের নাম শুনে খুব কাঁপত পাকিস্তানি ।
একটি ছেলের তর্জনী ঠিক হিমালয়ের চূড়া
একটি ছেলে শিকল ভেঙে করল গুঁড়া গুঁড়া ।

একটি ছেলে প্রাণের চেয়ে দেশকে ভালোবাসত

একটি ছেলের চোখেমুখে স্বপ্নদ্যুতি হাসত ।
একটি ছেলে অগ্রপথিক মুক্তির আন্দোলনে
একটি ছেলের জেল-জুলুমের ভয় ছিল না মনে ।

একটি ছেলে মহাকাব্য ‘স্বাধীনতা’র কবি
একটি ছেলের হৃদয় মানে বাংলাদেশের ছবি ।
সে আমাদের জাতির জনক, শেখ মুজিবুর নাম
তাঁর অবদান মুক্ত স্বদেশ, সুখের স্বর্গধাম ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper