বৃষ্টি পড়ে
সুমন মাহমুদ ১:৫২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
সিরাজনগর পাড়ার মোড়ে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
চায়ের কাপে ধোঁয়া ওড়ে।
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
ব্যালকনিতে ফুলের টবে,
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
জানলা তখন খোলা রবে।
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
চারদিকে আঁধার হয়ে,
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
এনেছে সে সন্ধ্যা বয়ে।