বইয়ের জগৎ
পুতুলনাচে গণ্ডগোল ১২:১০ অপরাহ্ণ, জুলাই ০৬, ২০১৯

নিলস ভ্যার্নারের ১৯৫৮ সালের বইটির অলংকরণ করেছিলেন হাইঞ্জ বেহলিং। কমিউনিস্ট পূর্ব জার্মানিতে বইটি খুবই জনপ্রিয় ছিল, এমনকি তার ওপর ভিত্তি করে একটি ফিল্মও তৈরি করা হয়েছিল!
আজো জার্মানির পূর্বাঞ্চলে বইটির জনপ্রিয়তা অম্লান। কাহিনী হলো : দাদুর জন্মদিনের পার্টির জন্য তৈরি করা প্যানকেকগুলো চুরি করেছে কোনো এক খুদে শয়তান। তারপর তাকে সে কি তাড়া, সে কি তাড়া...! তাড়া খেতে খেতে সে খুদে শয়তানের কী অবস্থা হয়। তা জানতে হলে বইটি পড়তে হবে।