ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝুম ঝুম ঝুম

হামীম রায়হান
🕐 ১১:২৫ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৯

ঝুম, ঝুম, ঝুম,
শরীর খোঁজে উঁম,
বৃষ্টি ঝরা এমন দিনে-
কাঁথা জড়িয়ে ঘুম।

সকাল সন্ধ্যাবেলা,

চলে মেঘের খেলা,
কাঁথার উঁমে ঘুমের মাঝে-
ভাসে স্বপ্নের ভেলা।

নেই যে থামার নাম,
ঝরছে অবিরাম,
শ্রাবণের জল ঝড়ছে যেন-
নেই কোনো তার ধাম।

মেঘেদের রং কালো,
সাথে বিজলির আলো,
টিনের চালায় বৃষ্টির গান-
লাগে ভীষণ ভালো।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper