ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈদের ছড়া

ঈদ মানে তো

মাসুম আওয়াল
🕐 ১০:০৮ পূর্বাহ্ণ, জুন ০১, ২০১৯

ঈদ মানে তো হারানো সব বন্ধু খুঁজে পাওয়া
ঈদ মানে তো দাদুর বাড়ি নানুর বাড়ি যাওয়া
বিলে ঝিলে দূরের নীলে দু’চোখ মেলে রেখে
চোখজুড়ানো মনজুড়ানো খুশির আবেশ মেখে।

ঈদ মানে তো দাদুর সাথে দাদীর সাথে দেখা
ঈদ মানে খুব সুখের কিছু না থেকে আর একা
চাচুর সাথে ঘুরে ঘুরে গ্রামকে চিনে ফেরা
ঈদ মানে সেই দিনটা, যেটা এই বছরের সেরা।

ঈদ মানে তো নানুর কাছে নানীর কাছে থাকা
ঈদ মানে এক মিষ্টি সকাল আতর গোলাপ মাখা
মামার সাথে হাজার রকম দুষ্টুমিতে মেতে
সবাই তো চায় ঈদের সময় ভীষণ মজা পেতে।

ফুপু কিংবা খালামণি বাদ যাবে না কেউ
সবার দেখা পেলেই মনে বইবে খুশির ঢেউ
কী খেতে চাও ঈদের দিনে, বলবে না কেই নেই
ঈদ সেলামি দেওয়া নেওয়ার মজা তো থাকছেই।

শহরে যে সারা বছর বন্দি হয়ে থাকে
সবাই মনে এমনই এক ঈদেও ছবি আঁকে
সবার জন্য ঈদটা এমন নাও হতে পারে
বছর ঘুরে ঈদটা আসুক তবু বারে বারে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper