ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বের বিখ্যাত বইমেলা

আরেফিন সবুজ
🕐 ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০২, ২০১৯

তোমরা কি জানো আমাদের বইমেলার মতো বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বইমেলা হয়? জেনে নাও বিশ্বব্যাপী সেসব বিখ্যাত বইমেলা সম্পর্কে।

ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার (জার্মানি)
জার্মানির ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট ট্রেড ফেয়ার প্রাউন্ডে প্রতিবছর মধ্য অক্টোবরে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। ১৭ শতক থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এ মেলা। মেলায় প্রায় ২ লাখ ৮৬ হাজার দর্শনার্থী আসেন।

লন্ডন বুক ফেয়ার (যুক্তরাজ্য)
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হলো লন্ডন বুক ফেয়ার। ১৯৭১-এর ৫ নভেম্বর এ মেলার যাত্রা শুরু হয়। বর্তমানে একশটিরও বেশি দেশ এ মেলায় অংশ নেয়।

আন্তর্জাতিক কলকাতা বইমেলা (ভারত)
পাঠক সমাবেশের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ বইমেলার স্থানটি দখল করে আছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ফ্রাঙ্কফুর্ট বইমেলার দিক থেকে বিবেচনা করলে কলকাতা বইমেলার স্থান তৃতীয়।

স্কো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার (রাশিয়া)
১৯৭৭ সালের ১ সেপ্টেম্বর মস্কো বইমেলা প্রথম শুরু হয়। প্রতিবছর ৩ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে মস্কো এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় মস্কো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার।

কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার (মিসর)
আরব বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কায়রো বইমেলার সূচনা হয় ১৯৬৯ সালে। এ বইমেলা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কায়রোর মাদিনাত নাসারের কায়রো ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

বুক এক্সপো আমেরিকা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকব কে জ্যাভিটস কনভেনশন সেন্টারে ২৭ থেকে ২৯ মের মধ্যে অনুষ্ঠিত হয় বইমেলা।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper