ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্বিগুণ ভালো

হামীম রায়হান
🕐 ১০:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

মোটা কাঁথা মুড়িয়ে তুমি-
নিচ্ছো শীতের মজা,
ঐ যে দেখো পথে কারা-
কাটায় শীতের সাজা।

নামি দামি জ্যাকেট পরে-
পাচ্ছো শীতে সুখ,
লোকগুলো সব উদল গায়ে,
কাঁপছে শীতে বুক।
কুয়াশা ঢাকা শীতের সকাল-
তোমার লাগে ভালোয়,
ঐ লোকেরা একটু আরাম-
খোঁজে সূর্যের আলোয়।
আলমারিতে অনেক জামা-
তোমার হুদায় পড়ে,
কিছু জামা দান করে যাও-
তুমি তাদের তরে।
দেখবে তখন তাদের চোখে-
আশীর্বাদের আলো,
শীতটা তবে লাগবে তোমার-
আরো দ্বিগুণ ভালো।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper