ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মায়ের মৃতদেহ ১০ বছর ফ্রিজে

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

মায়ের মৃতদেহ ১০ বছর ফ্রিজে

বাড়ি থেকে উচ্ছেদের ভয়ে ১০ বছর ধরে নিজের ফ্রিজে মায়ের মৃতদেহ লুকিয়ে রাখলেন এক জাপানি নারী। ঘটনাটি জাপানের টোকিও শহরের। টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে মৃতদেহটি উদ্ধারের সময় ৪৮ বছর বয়সী ইউমি জোশিনো নামে একজন নারীকে আটক করে পুলিশ।

তিনি গণমাধ্যমকে বলেন, আমি আশঙ্কা করেছিলাম, আমার মায়ের মৃতদেহের সন্ধান মিললে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে।

তিনি আরও জানান, তার মায়ের সঙ্গে এ বাড়িতে থাকতেন। এ বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চান না বলেই দশটি বছর নিজের মায়ের মৃতদেহ লুকিয়ে রেখেছিলেন তিনি। এর আগে তার মা পৌর আবাসন কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টের ইজারা পান।

ধারণা করা হচ্ছে, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। জানা যায়, ভাড়া পরিশোধ করতে না পারায় জোশিনো জানুয়ারির মাঝামাঝি সময়ে অ্যাপার্টমেন্ট ত্যাগ করতে বাধ্য হয় এবং একজন ক্লিনার একটি কক্ষের মধ্যে লুকানো একটি ফ্রিজারে মরদেহটি আবিষ্কার করেন।

ময়নাতদন্তের মাধ্যমেও মৃত নারীর মৃত্যুর সময় এবং কারণ কোনটিই নির্ধারণ করা সম্ভব হয়নি।

 
Electronic Paper