ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৫০ বছর পর দেখা!

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

১৫০ বছর পর দেখা!

প্রায় ১৫০ বছর পর আফ্রিকার জঙ্গলে দেখা মিলল বিশেষ এক ধরনের পেঁচার। ঘানার একটি জঙ্গলে ওই পেঁচার দেখা পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এই পেঁচাটিকে শেলিস ইগল বলে ডাকা হয়।

এতদিন পর এর দেখা পাওয়াটাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা। ধারণা করা হয় পেঁচার এই প্রজাতিটি গোটা বিশ্বে মাত্র কয়েক হাজারই টিকে আছে। এর অস্তিত্ব বিলুপ্তপ্রায়।

১৮৭০ সালের পর এ পাখিটার দেখা পাওয়ার কোনো রেকর্ড কারো কাছে নেই। ১৬ অক্টোবর সেই পাখিটিরই দেখা পেলেন ড. জোসেফ তোবিয়াস ও ড. রবার্ট উইলিয়ামস। তারা মাত্র ১৫ সেকেন্ডের জন্য পাখিটির দেখা পেয়েছিলেন। কিন্তু তার মধ্যেই তারা পেঁচাটির বেশ কয়েকটি ছবি তুলে নিতে সক্ষম হন। কিন্তু এর বিশাল আকার, বিশেষ কালো চোখ, হলুদ ঠোঁট দেখে তাকে চিনতে মোটেই সমস্যা হয়নি বিজ্ঞানীদের।

ঘানার একজন শিকারির কাছ থেকে একটি নমুনা পাওয়ার পর ১৮৭২ সালে প্রথম এই পেঁচার কথা বলেছিলেন একটি জাদুঘরের বার্ড কালেকশনের কিউরেটর রিচার্ড বৌলডার শার্প। গত কয়েক বছরে বেশ কয়েকবার পশ্চিম ও মধ্য আফ্রিকায় কেউ কেউ এ পেঁচার দেখা পাওয়ার কথা জানালেও কারো হাতেই কোনো প্রমাণ ছিল না।

 
Electronic Paper