ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৪০টি সিমেন্টের ব্যাগে বিয়ের পোশাক!

খোলা কাগজ ডেস্ক
🕐 ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮

বিয়ের দিন সব মেয়েই চায় উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিতে। এ দিনটি ঘিরে চোখ ধাঁধাতে ব্যতিক্রম আয়োজনের চেষ্টা থাকে সবারই। সম্প্রতি চীনের প্রত্যন্ত একটি গ্রামের ২৮ বছর বয়সী এক তরুণী সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের পোশাক তৈরি করে বেশ আলোচিত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ইউনিক পোশাকের সেই ছবি।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়ি তৈরির পর তান লিলি’র ঘরে ৪০টি সিমেন্টের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বৃষ্টিস্নাত এক বিকেলে হঠাৎ খেয়ালের বশে তিনি ওই সিমেন্টের ব্যাগ দিয়ে গাউন আকৃতির একটি বিয়ের পোশাক তৈরি করে ফেলেন। এরপর সেই পোশাক পরিহিত ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেন। যা এখন আলোচিত।

এর আগে নিউইয়র্কের ফ্যাশন ডিজাইনার ভ্যান ট্রান যা করলেন, এক কথায় তা অবিশ্বাস্য! বিয়েতে তিনি যে পোশাক বা ওয়েডিং গাউন পরিধান করেন তা ছিল টয়লেট পেপার দিয়েই তৈরি। ১০ রোল টয়লেট ন্যাপকিন পেপার দিয়ে তৈরি করা হয়েছিল ওয়েডিং গাউনটি। দাম শুনলে চক্ষু আরও ছানাবড়া হওয়ার জোগাড় হবে। ১০ হাজার মার্কিন ডলার(বাংলাদেশি মুদ্রায় সোয় ৮ লাখ টাকা)!

 
Electronic Paper